Analyst Forum

ব্যক্তি খাতে বিনিয়োগ

Posted By : iftekhar    May 13, 2019   

image not available

ব্যক্তি খাতে বিনিয়োগ (Hedge Fund) তহবিল বলতে কী বোঝায়?

একটি হেজ তহবিল হল একটি বিকল্প বিনিয়োগের গাড়ি যা শুধুমাত্র অত্যাধুনিক বিনিয়োগকারীদের জন্য উপলব্ধি, যেমন প্রতিষ্ঠান এবং উল্লেখযোগ্য সম্পত্তির সাথে ব্যক্তি। হ্যাজ তহবিলে সবাই বিনিয়োগ করতে পারে না। কেবল নির্দিষ্ট কিছু লোককে এই তহবিল সংগ্রহ ও বিনিয়োগ করতে দেওয়া হয়। প্রত্যেক হ্যাজ ফান্ডের আলাদা আলাদা বিনিয়োগ কৌশল থাকতে পারে। তবে ফান্ডগুলো সাধারণত শেয়ার, ঋণপত্র, পণ্য থেকে আরম্ভ করে আর্ট ওয়ার্কে বিনিয়োগ করতে দেখা যায়। হ্যাজ ফান্ড সংগ্রহ ও বিনিয়োগ করে সাধারণত ধনী এবং বিশেষজ্ঞ শ্রেণীর কিছু লোক। সর্ট সেল, ডেরিভেটিভ কন্ট্রাক্ট, লিভারেজিং-এর ক্ষেত্রে যে সব রেগুলেশন প্রযোজ্য হয় হ্যাজ ফান্ডের বিনিয়োগের ক্ষেত্রে ঐগুলো প্রযোজ্য হয় না। আমাদের বাজারে হ্যাজ ফান্ড বিনিয়োগের কোনো রেগুলেশন অদ্যাবধি করা হয়নি। সম্ভবত এখন প্রয়োজনও নেই। আমাদের অবগত হওয়া প্রয়োজন কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এই ব্যাপারে উদ্যোগি ভূমিকা নিতে পারে।

মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ

প্রাক্তন সভাপতি(১৯৯৫)আইসিএমএবি

ব্যবস্থাপনা পরিচালক,

আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।

ঢাকা স্টক একচেঞ্জ ট্রেক নং-১০৬,

চট্টগ্রাম স্টক একচেঞ্জ ট্রেক নং-০০৫,

লেখক: শেয়ার বাজার জিজ্ঞাসা

Analyst Forum