Posted By : iftekhar May 13, 2019
আন্তঃ ব্যাংক ঋণ বলতে কী বোঝায়? এ ঋণ কোন্ প্রক্রিয়ায় প্রদান করা হয়?
ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ এবং এর লেন-দেন বাণিজ্যিক ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এ ঋণ খুব স্বল্প সময়ের জন্য দেওয়া হয়। এতে করে কোনো প্রকার চুক্তি করা হয় না। তবে সাধারণ নিয়মানুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে লেন-দেন হয়। সুদের হার চাহিদা সরবরাহের উপর নির্ভর করে উঠা-নামা করে। আন্তঃব্যাংক ঋণ দিয়ে বাজারে অর্থ সরবরাহ গতি প্রকৃতি বোঝা যায়। একে call money market ও বলা হয়। call money rate বেশি হলে টাকার চাহিদা বেশি বুঝতে হবে। অর্থনীতিতে গতিশীলতা আসবে।
মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ
প্রাক্তন সভাপতি(১৯৯৫)আইসিএমএবি
ব্যবস্থাপনা পরিচালক,
আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।
ঢাকা স্টক একচেঞ্জ ট্রেক নং-১০৬,
চট্টগ্রাম স্টক একচেঞ্জ ট্রেক নং-০০৫,
লেখক: ” শেয়ার বাজার জিজ্ঞাসা”
2013 All right reserved Island Securities Limited