Analyst Forum

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানীর পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর উপায়

Posted By : iftekhar    May 14, 2019   

image not available

কি কি উপায়ে Paid up Capital বাড়ানো যায় ?


স্বাধারণত চারটি উপায়ে Paid up Capital বাড়ানো যায়। ০১) আইপিও ০২) বোনাস শেয়ার ০৩) রাইট শেয়ার ০৪) আরপিও

০১) আইপিও-আইপিও এর মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াতে হলে আইপিও ইস্যু রুল-২০১৫ এর শর্তাবলী পুরণ করে আসতে হবে। এটা একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া।

০২) বোনাস শেয়ার- বোনাস শেয়ার ইস্যু করতে গেলে নিরীক্ষিত ব্যালেন্স সীটে অবিলিকৃত মুনাফা থাকতে হবে।

০৩) রাইট শেয়ার- রাইট শেয়ারের বেলায় ইস্যু রুল-২০১৫ এর শর্তাবলী পুরণ করতে হবে। বিশেষ করে পরিচালকদের হাতে কম বেশী নগদ অর্থ থাকতে হবে। কোম্পানির ক্ষেত্রে বিএসইসি এর অনুমোদন লাগবে। ব্যাংকের ক্ষেত্রে বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। যেসব কোম্পানির রাইট ও বোনাস দেওয়ার সম্ভাবনা আছে সেসব কোম্পানির শেয়ার সুবিধাজনক দরে ক্রয় করে পরবর্তিতে বিক্রিয় করে লভবান হওয়া যায়। তবে যেসকল কোম্পানি সবসময় বোনাস দেয় সে সকল কোম্পানির শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ না করা ভালো।

০৪) আরপিও- আইপিও ইস্যু রুল-২০১৫ এর শর্তাবলী পুরণ করতে হবে। স্বাধারণত পরিচালকদের হাতে নগদ অর্থ কম থাকলে আরপিও পছন্দের তালিকায় পরে।


মনে রাখতে হবে পরিশোধিত মূলধন বাড়ালে ভবিষ্যতে ডিভিডেন্ড দায় বেড়ে যায়। অর্থাৎ ডিভিডেন্ডের হার কমে যায়।


মোহাম্মদ মহিউদ্দিন, এফসিএমএ

প্রাক্তন সভাপতি(১৯৯৫)আইসিএমএবি

ব্যবস্থাপনা পরিচালক,

আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড।

ঢাকা স্টক একচেঞ্জ ট্রেক নং-১০৬,

চট্টগ্রাম স্টক একচেঞ্জ ট্রেক নং-০০৫,

লেখক: শেয়ার বাজার জিজ্ঞাসা

Analyst Forum